বারি সোলার পাম্পভিত্তিক সোলার হোম সিস্টেমের ওপর এক কৃষক মাঠদিবস ৬ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারায় অনুষ্ঠিত হয়। সোলার পাম্প প্রজেক্ট আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএআরআই’র সাবেক পরিচালক ও প্রকল্পের কনসালটেন্ট ড. মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, সোলার প্যানেল স্থাপনের পর কোনো খরচ নেই। একাধারে ২০ বছর সচল থাকে। এর সাহায্যে ফসলের সেচ কাজের পাশাপাশি পাওয়া যায় বাসস্থানে ব্যবহৃত বিদ্যুতের বিকল্প সুযোগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি)মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএআরআই পটুয়াখালীর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান। বারির বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ সামসুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক, কৃষক খলিলুর রহমান রেজা, জুলেখা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা তানকি আশরাফ, এসও মো. আতাউর রহমান এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।